Featured Post

হারিয়ে যাওয়া মোবাইল খুজে বের করুন অল্প সময়ে (Google Find My Device)

আজ আমি আপনাদেরকে দেখাবো, কিভাবে হারিয়ে যাওয়া মোবাইল খুব দ্রুত খুজে বের করতে পারেন। নিচের স্টেপ গুলো ফলো করুন।  প্রথমে Play Store - এ যাবেন, তারপর Google Find My Device সফটওয়্যারটি ইন্সটল করে নিবেন। (নিচের ছবির মত) তারপর চুরিকৃত মোবাইলে যে জিমেইল লগিন করা ছিলো সে জিমেইল দিয়ে Continue করুন (নিচের ছবির মত) তারপন সফটওয়্যারটি আপনার মোবাইলের লোকেশনের পারমিশন চাইবে, আপনি পারমিশন দিয়ে দিবেন ( While using the app ) তারপর Accept করে নিবেন (নিচের ছবির মত) তারপর আপনি দেখতে পারবেন এই Gmail এ কতগুলো মোবাইল লগিন করা আছে, এখন আপনার যে মোবাইলটি হারিয়ে গেছে, মোবাইলটি সিলেক্ট করে দিন (আমার অলরেডি সিলেক্ট করা আছে)  স্কিনশর্টে দেখতে পাচ্ছেন, আমার মোবাইলটি বর্তমানে কোথায় আছে সেটার লোকেশন দেখাচ্ছে, এবং আমার হাতে সেটা ও লেখা আছে। এখান থেকে চাইলে আপনি আপনার হারানো মোবাইলে  Ring Tune (Play Sound) প্লে করতে পারবেন, এবং আপনি চাইলে আমার মোবাইলটি এখান থেকে ফরমটে ও করতে পারবেন Erase Device এ ক্লিক করে।  তো আজকে এ পর্যন্তই... সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল করলেই সবকিছু বুঝতে পারবেন, সবাই ভালো থাকবেন।  (

এক মোবাইল দিয়ে ২টি রিং আইডি যেভাবে চালাবেন এবং দুই আইডির ভিডিও এক সাথে দেখার উপায়

 

আসসালামু আলাইকুম...  সবাই কেমন আছেন? আশাকরি ভালো আছে, তো আজ আমি আপনাদেরকে দেখাবো যে, কিভাবে ১ মোবাইল দিয়ে দুটি রিং আইডি চালাবেন এবং এক সাথে দুই আইডির ভিডিও দেখবেন।


তো চলুন শুরু করি...


তো প্রথমে আমাদেরকে দুটি রিং আইডি তৈরী করে নিতে হবে, একটি তো প্লে স্টোর থেকে ইন্সটল করে নিবেনয়ই, তো আরেকটি রিং আইডি আমরা Clone করে নিবো Parallel Space এর মাধমে।


তো প্রথমে Google Play Store এ যাবেন, যাওয়ার পর দুটি সফটওয়্যার ইন্সটল করে নিবেন।


১. Parallel Space

২. Parallel Space - Support  For 64Bit


দেখেন আমি দুটি সফটওয়্যার ইন্সটল করে নিয়েছি, আপনার ও ইন্সটল করে নিবেন। 

তো এখন আমরা Parallel Space এর মাধ্যমে রিং আইডিকে ক্লোন করে নিবো, যেভাবে ক্লোন করবেন, নিচে স্কিনশর্ট দেওয়া হলো।


Parallel Space  অপেন Add App এ ক্লিক রিং আইডিকে সিলেক্ট করে Clone করে নিবেন, এবং এ রিং আইডিতে আরেকটি আইডি লগিস করবেন, লগিন করার পর কমিউনিটি জবে যাবেন, এবং এখার আইডি থেকে Home Button এ ক্লিক করে বের হয়ে যাবেন, তারপর মোবাইলে ইন্সটলকৃত Ring Id তে লগিন করে নিবে আরেকটি আইডি, তো এখন দুই রিং আইডিতে প্রবেশ করে ফেললেন, তো এখন Recent Button এ ক্লিক দেখতে ব্যাকগ্রাউন্ডে দুটি রিং আইডি মিনিমাইজ দেখতে পারবেন।


Comments