Featured Post

হারিয়ে যাওয়া মোবাইল খুজে বের করুন অল্প সময়ে (Google Find My Device)

আজ আমি আপনাদেরকে দেখাবো, কিভাবে হারিয়ে যাওয়া মোবাইল খুব দ্রুত খুজে বের করতে পারেন। নিচের স্টেপ গুলো ফলো করুন।  প্রথমে Play Store - এ যাবেন, তারপর Google Find My Device সফটওয়্যারটি ইন্সটল করে নিবেন। (নিচের ছবির মত) তারপর চুরিকৃত মোবাইলে যে জিমেইল লগিন করা ছিলো সে জিমেইল দিয়ে Continue করুন (নিচের ছবির মত) তারপন সফটওয়্যারটি আপনার মোবাইলের লোকেশনের পারমিশন চাইবে, আপনি পারমিশন দিয়ে দিবেন ( While using the app ) তারপর Accept করে নিবেন (নিচের ছবির মত) তারপর আপনি দেখতে পারবেন এই Gmail এ কতগুলো মোবাইল লগিন করা আছে, এখন আপনার যে মোবাইলটি হারিয়ে গেছে, মোবাইলটি সিলেক্ট করে দিন (আমার অলরেডি সিলেক্ট করা আছে)  স্কিনশর্টে দেখতে পাচ্ছেন, আমার মোবাইলটি বর্তমানে কোথায় আছে সেটার লোকেশন দেখাচ্ছে, এবং আমার হাতে সেটা ও লেখা আছে। এখান থেকে চাইলে আপনি আপনার হারানো মোবাইলে  Ring Tune (Play Sound) প্লে করতে পারবেন, এবং আপনি চাইলে আমার মোবাইলটি এখান থেকে ফরমটে ও করতে পারবেন Erase Device এ ক্লিক করে।  তো আজকে এ পর্যন্তই... সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল করলেই সবকিছু বুঝতে পারবেন, সবাই ভালো থাকবেন।  (

গুগল থেকে Free Copyright ইমেজ খুজে বের করুন ।



হাই সবাই কেমন আছেন?  আশা করি ভাল আছেন।  সবাইকে টিপ্স সিটি পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি।

আজ আমি আপনাদের সামনে খুবিই গুরুত্বপূর্ণ একটি পোষ্ট নিয়ে উপস্থিত হয়েছি।

পোষ্টটি হলো কিভাবে Google থেকে Free Copyright পিকচার বের করবেন।

ইউটিউব এখন ইমেজ ও কপিরাইট ধরে... যদি এর জন্য সরাসরি কোনো স্ট্রাইক দেয়না!  বাট ঠিকই কিছুদিন পর এমনিতেই বিনা নোটিশে চ্যানেলটি Suspended!

So Careful!

যারা ইউটিউবে কাজ করেন..আপনারা অবশ্যই Copyright কোনো কিছু ব্যবহার করবেন।  (এমনকি পিকচার ও না)

তো চলুন কাজে চলে যায়...

প্রথমে আপনি আপনার Google Chrome ব্রাউজার অপেন করে ডেস্কটপ ভারশন এনাবেল করে নিবেন।  (নিচের ছবির মত)



তারপর www.google.com-এ গিয়ে আপনার যে পিকচার লিখে সার্চ করুন... সার্চ করার পর ডান পাশ থেকে Setting-এ ক্লিক করুন।

তারপর Advance Search-এ ক্লিক করুন। 


ক্লিক করার পর নতুন আরেকটি পেজ অপেন হবে... আপনি User Rights: free to use, share or modify, even commercially করে দিন। তারপর Advanced Search-এ ক্লিক করুন।


এখন আপনি যে সমস্ত পিকচার দেখতে পাবেন.. সব গুলো যে কোনো ভিডিওতে ব্যবহার করতে পারবেন। 

আজ এ পর্যন্তই

সৌজন্যেঃ টিপ্স সিটি
সবধরনের টেকনোলোজি টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।


Comments